Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ক্ষুদ্র ঋণ, সেলপ ঋণ
বিস্তারিত

০১.ক্ষুদ্র ঋণঃ-

 

পল্লী অঞ্চলের অসুবিধাগ্রস্থ ব্যক্তিদের  সংগঠিত করে গ্রুপ তৈরী করে একটি সমিতি গঠন করা হয়।গঠন পরবর্তী বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে প্রশিক্ষন প্রদান শেষে তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়। অথবা পূর্বে গঠিত কার্যকরী সমিতিতে আপনি একজন সদস্য হয়ে এই সেবা গ্রহন করতে পারেন।এ জন্য আপনার গ্রামের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর সমিতিতে অথবা মাঠ কর্মীর সাথে যোগাযোগ করতে পারেন।

 

০২.স্মলএন্টার প্রাইজ লোন:-

 আপনি যদি একজন সফল ক্ষুদ্র উদ্দোক্তা হন তা হলে আজই যোগাযোগ করুন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন উপজেলা কার্যালয় অথবা সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সেলপ) এর সাথে।

 

০৩. সৌর শক্তি প্রকল্প:-

  গ্রামের বিদ্যূৎ সুবিধা বঞ্চিত মানুয়ের বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। এ সুবিধা পেতে আপনি অত্র অফিসে অথবা মাঠ কর্মী অথবা সোলার কর্মকর্তার সাথে যোগাযোগ করে কিস্তি অথবা এককালীন নগদে ক্রয় করে এই সুবিধা নিতে পারেন।